এই অগ্রাধিকার গুলি মূলত ফলাফলের ভিত্তিতে দেওয়া হয়। অর্থাত্‍ আপনার রেজাল্ট ভাল হলে আপনার থেকে নিম্ন রেজাল্ট যে করেছে আপনি তার থেকে অগ্রাধিকার পাবেন। হোক মাইগ্রেশন বা ২য় পর্যায়ে আবেদনকারী। এজন্যই সাধারনত ২টার ফলাফল প্রায় একই সাথে দেওয়া হয়। আশা করি বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Shawn

Call

মাইগ্রেশন কারীরাই অগ্রাধিকার  পাবে।কারণ ১৮ তারিখ পর্যন্ত মাইগ্রেশন  করে সিট ফিলাপ করে তারপর খালি সিটগুলো ২য় প্রর্যায়ের অাবেদন কারিদের জন্য রাখা হবে। তাহলে মাইগ্রেশন কারীরই তো সব সুবিধা পেল।অার মাইগ্রেশন শেষ হলে তারপর ২য় পর্যায়ে অাবেদন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ