জবাব: (1) আবু অর্থ: পিতা। আর জাহেল অর্থ: অজ্ঞ, মূর্খ, অশিক্ষিত। তাহলে আবু জাহলে অর্থ দাড়ালো। মূর্খের পিতা, অজ্ঞের পিতা।  আর তার পূর্বের নাম ছিলো। আবুল হিকাম। যার অর্থ: জ্ঞানীর পিতা। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আবু জেহেলের আসল নাম আমর ইবনে হিসাম (অর্থ অনির্দিষ্ট)। আবু জেহেল নামের অর্থ মূর্খের পিতা। তৎকালীন সময়ে মক্কার লোকেরা শুধুমাত্র নির্দিষ্ট মূর্তির পূজা করত। কিন্তু আবু জেহেল বহুঈশ্বরবাদী মূর্তিপূজারী ছিলেন, তাই লোকেরা তখন তাকে আবু জেহেল হিসেবে পরিচয় প্রদান করে। এছাড়াও জানা যায় যে, কোনো কোনো মুহাক্বিক আলেমগণ তাকে এ উপনাম দেয়।

ভাই বিভিন্ন জায়গায় তো পড়লাম নবী (সাঃ) তাকে এই নাম দিয়েছেন, আপনার উত্তরের সোর্সটা শেয়ার করলে খুব উপকৃত হতাম

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ