বিসিএস পরীক্ষা কত ধরণের হয় এবং বিসিএস পরীক্ষায় কি পরীক্ষার্থীদের আলাদা আলাদা বিভাগ থাকে? থাকলে সেগুলো কি কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বিসিএস এর ক্যাডার সংখ্যা হল ২৬টি।


১৪টি সাধারণ ও ১৩টি পেশাগত/কারিগরি, সর্বমোট ২৬টি ক্যাডার রয়েছে। 

সাধারণ ক্যাডার

1. বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)

2. বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)

3. বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব)

4. বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়)

5. বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)

6. বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)

7. বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)

8. বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)

9. বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)

10. বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)

11. বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)

12. বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)

13. বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)

14. বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)

*প্রফেশনাল ক্যাডার

1. বিসিএস (সড়ক ও জনপথ)

2. বিসিএস (গণপূর্ত)

3. বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল)

4. বিসিএস (বন)

5. বিসিএস (স্বাস্থ্য)

6. বিসিএস (রেলওয়ে প্রকৌশল)

7. বিসিএস (পশু সম্পদ)

8. বিসিএস (মৎস)

9. বিসিএস (পরিসংখ্যান, গবেষণা কর্মকর্তা)

10. বিসিএস (কারিগরী শিক্ষা)

11. বিসিএস (কৃষি)

12. বিসিএস (খাদ্য)

13. বিসিএস (সাধারণ শিক্ষা)

পরীক্ষা পদ্ধতি

এমনকি আমরা মনে করে থাকি বিসিএস পরীক্ষায় সাধারণত 26 ধরনের হয়ে থাকে..! 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ