ওয়াইফাই লাইন নেওয়ার পর কি আনলিমিটেড ডাটা দেওয়া হবে নাকি একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত যেমন ফোনে কিনে ব্যবহার করা হয়। আর কানেকশন নিতে কত খরচ হবে? রাউটার & সংযোগ সহ? (সাধারণত কত হয়)
শেয়ার করুন বন্ধুর সাথে
Shawn

Call

ব্রডব্যান্ড থেকে ওয়াইফাই লাইন নিলে অানলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবেন।  ইন্টারনেট স্প্রিড যদি বেশি নেন তাহলে মাসিক বিল বেশি দিতে হবে মাসিক বিল ৳৭০০-৳১০০০পর্যন্ত হতে পারে। বাজারে বিভিন্ন দামের রাউটার পাওয়া যায়, যেগুলো প্রায় এক থেকে পাচঁ হাজার টাকা,তবে কমদামি ও অাছে। অাপনার বাসায় ব্রডব্যান্ডের লাইন লাগাতে তার বা ক্যাবলের জন্য কিছু টাকা গুনতে হবে।অনেকে অাবার ফ্রি লাগিয়ে দেয়।    তাহলে সংযোগ নিতে তারের খরচ(দূরত্ব অনুযায়ী)+রাউটার+অন্যান্য=৳১৫০০-৳৩০০০,অানুমানিক  এরপর শুধু মাস শেষে বিল দিবেন অার সারামাস অানলিমিটেডনেট চালাবেন। পাসওয়ার্ড দিয়ে রাখবেন নয়তো পাশের বাসার অাপু,ভাইয়া অাপনার wifi ব্যবহার করে নেট চালাবে,অার অাপনার নেট স্প্রিড স্লো হয়ে যাবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ