শেয়ার করুন বন্ধুর সাথে
Call

তিনটি বিষয় থাকে,  প্রতি বিষয় দুইশ নম্বর করে। 

১) পদার্থ বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র।

২) রসায়ন বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র।

৩) জীব বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র।

আর আপনি ইচ্ছা করলে উচ্চতর গণিত অথবা অন্য কোনো বিষয় নিতে পারেন। তবে বিজ্ঞান বিভাগের ছাত্রের জন্য উচ্চতর গণিত নেওয়াই ভালো।

এইগুলো শুধু গ্রুপের বিষয়,,  তাছাড়াও বাংলা ১ম ২য়,, ইংরেজি ১ম ২য়,, ও আইসিটি থাকবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

৪টি বিষয় রয়েছে। এবং প্রতিটি বিষয়ের দুটি করে পত্র রয়েছে।

১.পদার্থ বিজ্ঞান

২. রসায়ন

৩.জীববিজ্ঞান

৪.উচ্চতর গণিত


এর মধ্যে আপনি চাইলে অপশনাল হিসেবে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত নিতে

পারেন।

বাকি বিষয়গুলো হলো-

১. বাংলা

২.ইংরেজি

৩.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ