১ মাসে কতবার ব্যালেন্স ট্রান্সফার করা যাবে? আর জিপি থেকে অন্য কোনো অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করা যাবে কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Nadir Ahmed

Call

জিপি থেকে অন্য  অপারেটর এ ব্যালেন্স  ট্রান্সফার করা যাবেনা।

নিচে ব্যালেন্স ট্রান্সফার এর নিয়ম দেয়া হলো:


ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম:

নতুন নিয়ম:

* এখন থেকে নতুন গ্রাহকদের ব্যালেন্স ট্রান্সফারের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হবে না। নতুন SIM-এ ব্যালেন্স ট্রান্সফারের বিল্ট-ইন অপশন থাকছে।

* বর্তমান গ্রাহকদের আগের নিয়মেই ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। SIM-এ বিল্ট-ইন অপশন পাবার জন্য আপনাকে নতুন SIM নিতে হবে।

ব্যালেন্স ট্রান্সফারের নতুন নিয়ম

হ্যান্ডসেটের ট্রান্সফার ব্যালেন্স অপশনে যান, প্রাপকের মোবাইল নম্বর দিন, মোবাইল নম্বরটি কনফার্ম করুন, কত টাকা পাঠাতে চান তা টাইপ করুন, টাকার পরিমাণ কনফার্ম করুন, PIN নম্বরটি দিন।

নতুন SIM-এ PIN নম্বর পরিবর্তনের নিয়ম

পুরনো PIN নম্বর দিন, নতুন PIN নম্বর দিন, নতুন PIN রেজিস্ট্রেশন কনফার্ম করুন।

রেজিস্টার করার জন্য

Dial *121*1500# then press 1

ব্যালেন্স ট্রান্সফার করার জন্য

Dial *121*1500# then press 2 and follow the instruction.

PIN নম্বর পরিবর্তন করার জন্য

Dial *121*1500# then press 3 and follow the instruction.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ