আপনার ১২ভোল্টের ৭০Ah এর এই ব্যাটারিটি আপনি ৫০০০mA এর চার্জার বা ট্রান্সফর্মার দিয়ে চার্জ করলে কোন সমস্যা হবেনা। তবে এক্ষেত্রে কোনভাবেই যেন এটা ১০০০০mA মানে ১০A এর বেশি না হয়। আপনি 5000-10000mA এর চার্জার বা ট্রান্সফর্মার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ৩ স্টেজ অটোমেটিক চার্জার সর্বোত্তম। যেখানে সাইকেল আকারে এম্পিয়ার এবং ভোল্টেজ লিমিট তৈরি হয় প্রয়োজন অনুসারে। যেটা ১০A এর মধ্যেই। অর্থাৎ ৫০০০mA এর ট্রান্সফর্মার টি আপনি কোন সংকোচ ছাড়ায় ব্যবহার করতে পারেন। আপনি চাইলে ১০০০০mA পর্যন্ত ব্যবহার করতে পারেন। সমস্যা হবেনা। বিঃদ্রঃ ১০০০mA= 1A

Talk Doctor Online in Bissoy App