প্রত্যাশা অনুযায়ী নম্বর না পাওয়ার অনেক কারণ অাছে। তবে অাপনার প্রশ্ন পড়ে ০২ নম্বর পাওয়ার পিছনে এই দুইটি কারণ বিশেষভাবে দায়ী হতে পারে: ১) OMR শিটে ভুল নম্বর উঠানো: মনে করুন অাপনি সৃজনশীলে ২৩ নম্বর পেয়েছেন। কিন্তু শিক্ষক OMR শিটে নম্বর উঠানোর সময় ০২৩ না লিখে হয়তো ভুল করে ০০২ লিখে ফেলেছেন। OMR শিটে যে নম্বর তোলা হয়,সে নম্বর অনুসারে প্রাপ্ত নম্বরের বৃত্ত ভরাট করা হয়। ২) শিক্ষকের ভুল বৃত্ত ভরাট: মনে করুন অাপনি সৃজনশীলে ২৩ নম্বর পেয়েছেন এবং শিক্ষক OMR শিটে ০২৩ নম্বর তুলেছেন। কিন্তু বৃত্ত ভরাট করার সময় শিক্ষক ০২৩ ভরাট না করে ভুল করে হয়তো ০০২ ভরাট করে ফেলেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ