একটা সিদ্ধান্তের উপর আমার জীবন নিদ্ধারণ করছে । আসলে আমি BM শাখা সম্পর্কে তেমন কিছু জানি না । আমি এইবার SSC পরীক্ষায় ৩ .৮৯ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ । আমি দারিদ্র পরিবারের সন্তান । তাই আমাকে বাধ্য হয়ে BM শাখা নিতে হয়েছে । কেউ জনলে একটু বিস্তারিত বলবেন প্লিজ ।
Share with your friends

শুধু HSC (BM) পাস করে ব্যাংকে চাকুরি করতে পারবেন না। HSC (BM) পাস করার পর কমপক্ষে অনার্স/স্নাতক পাস করলে ব্যাংকে চাকুরি করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App