Share with your friends
bissoyjoy

Call

১ এপ্রিল ১৯৭৬,,, ৪৩ বছর আগে Apple কোম্পানি তাদের যাত্রা শুরু করে,,,

Talk Doctor Online in Bissoy App
Call

১৯৭৬ সালে অ্যাপেল তার যাত্রা শুরু করে। কিন্তু কেন নিজের সংস্থার এমন অদ্ভূত নাম রাখলেন স্টিভ জোবস? সেই সময়ে স্টিভ নাকি ফল-নির্ভর ডায়েট মেনে চলছিলেন। তখন একবার একটা আপেল ফার্মে যেতে হয়েছিল তাঁকে। সেখানে গিয়েই নাকি অ্যাপেল নামটি মাথায় আসে তাঁর। তাঁর মনে হয়েছিল, এর থেকে সহজবোধ্য নাম আর কিছু হতে পারে না তাঁর সংস্থার জন্যে। এই নামের সঙ্গে সঙ্গতি রেখেই সংস্থার একটি মজাদার লোগো আঁকার দায়িত্ব পান রব জ্যানফ। তিনি সাত-রঙে আঁকেন আধ-খাওয়া আপেলের ছবি। ১৯৭৭ থেকে ১৯৯৮ পর্যন্ত এই লোগোটিই ব্যবহার করে সংস্থাটি। তারপর আপেলের ছবিটি কালো করে দেওয়া হয়।

Talk Doctor Online in Bissoy App

1976 সালে personal computer তৈরির মাধমে স্টিভ জবস,স্টিভ জবনিয়াক ও রোনান্দ ওয়েনে APPLE COMPUTERS নামক কম্পানিটি চালু করে ।

Talk Doctor Online in Bissoy App