শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call
পূজা না করা সম্পর্কে পবিত্র বেদ আরোও কঠোর ভাবে বলছে

"যযুর বেদ" 
অধ্যায় ৪০
অনুচ্ছেদ ০৯

বলা হয়েছে যে "তারা অন্ধকারে প্রবেশ করে যারা 
আসামভূতের উপাসনা করে। আসামভূতি হলো প্রাকৃতিক বস্তু, 
যেমন: আগুন, পানি, বাতাশ ইত্যাদি। 
অনুচ্ছেদ আরোও বলছে যে, তারা আরোও বেশি অন্ধকারে 
প্রবেশ করে যারা সামভূতির উপাসনা করে। সামভূতি হলো 
মানুষের তৈরি করা বস্তু যেমন: চেয়ার, টেবিল, মূর্তি ইত্যাদি
সুতরাং, হিন্দুধর্ম গ্রন্থের আলোকে পূর্জা করা ভুল।


"সেতাসেদ প্রো উপন্যাস" অধ্যায় ৪, অনুচ্ছেদ ১৯ 

এখানে বলা হয়েছে "ঈশ্বরের কোনো প্রতিমা নেই। 

প্রতিমা মানে প্রতিচ্ছবি, ফটোগ্রাফ, ভাস্কর্য, মূর্তি, 

পেনটিং, চিত্র ইত্যাদি। একই কথা বলা হয়েছে হিন্দু 

ধর্ম গ্রন্থের সবথেকে পবিত্র ও নির্ভরযোগ্য গ্রন্থ বেদে। 

"যযুর বেদ" অধ্যায় ৩২, অনুচ্ছেদ ০৩, বলা হয়েছে যে 

মহান ঈশ্বরের কোনো

  • প্রতিচ্ছবি নেই
  • ফটোগ্রাফ নেই
  • ভাস্কর্য নেই
  • মূর্তি নেই 
  • পেনটিং নেই 
  • কোনো চিত্র নেই
এখন নিজেই চিন্তা করুন যখন ঈশ্বর নিজে বলছেন যে 
'আমার কোনো মূর্তি' নেই' তখন তার মূর্তি তৈরি করা কতটা 
বোকামি..?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ