Call

প্রধান অক্ষ ও গৌণ অক্ষ উভয়েই দর্পনের উপর লম্ব।একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। এ পৃথিবীটা গোলাকার। কিন্তু ভুপৃষ্ঠ আমাদের কাছে সমতল মনে হয়। মনে করুন ভুপৃষ্ঠে লম্বভাবে একটি খুটি বসানো হলো। মাইক্রোস্কোপের সাহায্যে উত্তল বা অবতল দর্পনকে দেখলে তা সমতলের মতো মনে হবে। প্রধান অক্ষ বা গৌণ অক্ষকে উত্তল দর্পনে খুটির মতো চিন্তা করুন। আসলে সেটি হবে দর্পনের উপর লম্ব

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ