Jamiar

Call

 মাসিকের সময় পরিবর্তন হওয়ার বেশ কিছু কারন বসত হতে পারে, যোনি ইনফেকশন, হরমোন জনিত কারন,রক্তশল্পতা, শারীরিক দুর্বলতা ও মানুসিক দুশ্চিন্তা কারনেও মাসিকের সময় পিছিয়ে যেতে পারে 

তবে যেহেতু আপনার সাদাস্রাব যাচ্ছে তাহলে অবশ্যই  যোনিতে ছত্রাক ইনফেকশন এর কারনে সাদাস্রাব যাচ্ছে যার কারনে মাসিকের সময় পরিবর্তন হচ্ছে ।

আপনি এই সাদাস্রাব এর জন্য কিছু নিম্নের নিয়ম গুলো মেনে চলুন 

  •  রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
  •  . ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন। 
  • আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু বা পরিস্কারকৃত পানি  যেন যোনিতে না লাগে।
  • দই খান, এতে ল্যাকটোব্যাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া থাকে।
  •  সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস   পরুন।  
  • ওজন কমান।
  •   যোনির আর্দ্রতা ও ভেজা রাখবেন না।
  • মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
  • ১৪ নিয়মিত গোসল করুন।
উক্ত নিয়ম গুলো মেনে চলবেন এবং আগামী ১ সপ্তাহের মধ্যে মাসিক না হলে স্বাস্থ্য ও সেবা ইউনিয়ন ক্লিনিক কেন্দ্রে যাবেন বা গাইনি ডাক্তারের চিকিৎসা নিবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ