RushaIslam

Call

আপনি ডিপ্লোমা (ইলেকট্রনিক) করে ১৫০০০-২০০০০ টাকার মধ্যে চাকুরী পাবেন। এর থেকেও ভাল মানের ও বেতনের চাকুরী পাবেন বলে আশা করছি। আর বিসিএস এর মূল যোগ্যতা হলঃ চার বছর মেয়াধী বিএসসি করার পর যে কেউ বিসিএস দিতে পারবে। বিসিএস পরীক্ষার শিক্ষাগত য্যোগতার ক্ষেত্রে বলা হয় যে চার বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতকোত্তর, সে ক্ষেত্রে যদি কেউ চার বছর মেয়াদী স্নাতক করে তাহলেই সে যোগ্য। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ