আমি হিসাব করে দেখলাম যে 4000 watt এর জন্য 6rm এর তার টানতে হবে। এখন যদি আমি 6rm সাইজের ওপরের তার নির্বাচন করি তাহলে কি বেশি কারেন্ট খরচ হবে?
Share with your friends
Jamiar

Call

না। প্রয়োজন অনুযায়ী বেশি কারেন খরচ হবে না।

আচ্ছা ৪০০০ ওয়াট এর জন্য ৬আর এম তার লাগবে এটা আপনার ভুল হিসাব। কেনো না ৬ আর এম তার ৫০ এম্পিয়ার কারেন সরবারাহ করতে পারে। 

আর আপনার ৪০০০ ওয়াট কারেন থেকে এম্পিয়ার বের করলে ১৮ থেকে ২০ এম্পিয়ার কারেন আশে অর্থাৎ আপনার ৪ হাজার ওয়াট এ কারেন প্রয়োজন ২০ এম্পিয়ার। যেহেতু ৬ আর এম তার ৫০ এম্পিয়ার কারেন সরবারাহ করতে পারে সেক্ষেত্রে এতো দামি তার লাগাবেন কেনো আপনি ৪ আর এম বা ২.৫ আর এম তার ব্যবহার করতে পারেন (৪ rm 40 Amp and 2.5 rm 30 Amp) ।

যাইহোক যদি আপনি 6rm তার ইউস করেন তাহলে কোন সমস্যা নেই, সেখানে বেশি কারেন খরচ হবে না ।  সেখানে যত টুকু কারেন লাগবে তত টুকু কারেন খরচ হবে।

আশা করি বুঝতে পারছেন।

ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App