কী সুরা? আয়াত সহ দিবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

শুধু কি চারটি শহরের নামই আছে? মনে হয় তো আরও বেশি আছে। ১. বাবেল। ইরাকের একটি শহর। [সুরা বাকারাহ : ১০২] ২. বাক্কা তথা মক্কা। [সুরা আলে ইমরান : ৯৬] ৩. ইয়াসরিব তথা মদিনা। [সুরা আহযাব : ১৩] ৪. মিসর। যদিও একটা দেশ, তবে মিসর একটি শহরও বটে। মিসরের কথা কুরআনে অনেক জায়গায় আছে। একটি সূত্র উল্লেখ করছি: [সুরা ইউনুস : ৮৭] ৫. সাবা। যদিও সাবা একটা গোত্র ছিল বলে তাফসিরগ্রন্থসমূহে পাওয়া যায়, তবে এটি সাবার রানী বিলকিসের রাজধানীও ছিল। এখানেই ছিল তার রাজ্য। বোঝাই যায়, এটা শহরই ছিল। [সুরা সাবা : ১৫]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ