আমার মতে আপনার জেনারেল লাইনেই পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত।পলিটেকনিক বা ডিপ্লোমাতেও যেতে পারেন।তবে বিজ্ঞান নিয়ে জেনারেল লাইনে পড়াটাই বোধহয় উত্তম হবে।কারণ,এখনও আপনার সামনে বুয়েট অথবা মেডিকেলে পড়ার বা ভর্তি পরীক্ষা দেবার যোগ্যতা আছে।চাইলে বিভাগ পরিবর্তন করে মানবিকে যেতে পারেন।এতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ হবে।

আমার মতে জেনারেল লাইনে পড়লেই ভালো হবে।এখন আপনি যা ভালো মনে করেন সেখানেই ভর্তি হতে পারেন।