যেমন বাংলা ১ পাঠ ও ২ পাঠ এ কি কি অালাদা অালাদা পাশ করা লাগে না দুইটা মিলে ৬৬ পাইলেই হয়??যেমন ১পাঠ এ পাইলাম ১৬ অার এক পাঠ এ পাইলাম ৫০,,, তাহলে কি পাশ হবে??
Share with your friends
Junait

Call

 হ্যাঁ, আলাদা আলাদা পাশ করতে হয়। বাংলা প্রথম পত্র ও দ্বিতীয়  পত্রের নৈব্যক্তিক ও সৃজনশীল প্রশ্ন নির্ধারিত অর্থাৎ প্রত্যেকটিতে আলাদা আলাদা ন্যূনতম 33 শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হয়।

Talk Doctor Online in Bissoy App