আপনি HSC পরীক্ষায় গোল্ডেন A+ পেলে বুয়েটে ভর্তি অাবেদন করতে পারবেন। কিন্তু যখন ভর্তি পরীক্ষার জন্য শর্ট লিষ্ট করবে তখন অাপনি বাদ পড়ে যেতে পারেন। কারণ,যাদের এসএসসি এবং এইচএসসিত দুটোতেই A+ অাছে,সাধারণত তারাই বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য মনোনীত হয়।

Talk Doctor Online in Bissoy App
Rubidium

Call

বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা:

১. প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাশ অথবা বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে।

প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়সমূহের প্রতিটিতে জিপি ৫.০০ পেয়ে এবং ইংরেজি ও বাংলা বিষয় দুটির প্রতিটিতে ন্যূনতম জিপি ৪.০০ পেয়ে উচ্চ মাধ্যমিক/আলীম/সমমানের পরীক্ষায় পাশ অথবা বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে।

Talk Doctor Online in Bissoy App