Jamiar

Call

হ্যা র‍্যাম ক্লিন হবে। অর্থাৎ র‍্যাম এ লোড থাকা যেগুলো  এপ্স রিসেন্ট বাটনে রানিং অবস্থায় থাকবে সেগুলোর ডাটা ক্লিন হয়ে র‍্যাম ফ্রি করবে। আপনি এই এপ্স  টি ইন্সটল করুন 

Talk Doctor Online in Bissoy App
Call

রেম ক্লিনার দিয়ে যে ১০-২০ এমবি ক্লিন করবেন তা ৫-১০ মিনিট পর তা আবার সাবেক হয়ে যাবে।আবার দেখা যায় আপনি রেম ক্লিনার এ্যাপটি ইনিস্টল করে অপেন করলেন দেখা যায় যে বুস্ট বা রেম ক্লিনার দিয়ে রেম ক্লিন করলে দেখা যায় ৩০০ এমবি বা তার চেয়ে কম বেশি ও হতে পারে তা ওই এ্যাপটি ক্লিন করেছে কিন্তু আপনি রেম চেকার এ্যাপ দিয়ে দিয়ে চেক করলে দেখবেন যেমন ছিলো তেমনটা ই আছে। সো আমি বলবো রেম খালি করার জন্য শুধু শুধু এ্যাপ ইনিস্টল করে ফোনের রেম ভরে রাখার চেয়ে আপনি কিছু বিষয় খেয়াল রেখে ফোন ব্যবহার করলেই চলবে যেমন,আপনার ফোনের ডিফল্ট  যে ফোন মেমরি রয়েছে তা যথেষ্ঠ পরিমান খালি রাখুন।ফোন মেমরিতে যাতে অপ্রয়োজনীয় শর্টকাট ফোল্ডার জমে মেমরিকে ভরিয়ে না রাখে সেই দিকে লক্ষ রাখুন।ফোনের মধ্যে থাকা অপ্রয়োজনীয় এ্যাপগুলো আনস্টল করে রাখুন এতে করে আপনার ফোনের স্পীড এবং বেটারি বেকাপ দুটোই ভালো পাবেন সাথে ফোনের রেম ও খালি থাকবে। ফোনের রেম কম হলে নিয়মিত ব্যবহারিক এপগুলোর ডাটা কিছুদিন পর পর ক্লিন করে নেবেন তবে ডাটা ক্লিয়ার করার আগে অবশ্যই ভেবে নেবেন যে সেই এ্যাপে আপনার কোনো মূল্যবান ডাটা রয়েছে কি না।যেমন যে কোনো ব্রাউজারে আমাদের পাসওয়ার্ড সেইভ থাকে,যে কোনো নিয়মিত ভিসিট করা ওয়েভসাইটে লগিন করা থাকে এইসব দিকে খেয়াল রাখবেন।তবেই দেখবেন রেম চেকার এ্যাপের আর কোনো প্রয়োজন পড়বে না। তারপর ও যদি আপনি মনে করেন রেম ক্লিনার এ্যাপ ব্যবহার করবেন তাহলে আপনি,,, Ram cleanup:https://play.google.com/store/apps/details?id=com.kosajun.easymemorycleaner বা  Ccleaner:-https://play.google.com/store/apps/details?id=com.piriform.ccleaner  এই দুটো এ্যাপের যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আপনার বুজার সবিধার্থে এ্যাপের স্ক্রীনশুট ও দিয়ে দিলাম। Upload failed: [object Object]

Talk Doctor Online in Bissoy App