ফাযিল ক্লাসে মোট কত পয়েন্ট পেলে ফাস্ট ক্লাস?
কত পয়েন্টে সেকেন্ড ক্লাস এবং কত পয়েন্টে থার্ড ক্লাস?
আর এগুলো কি ৩ ইয়ারের রিজাল্টের গড় মিলে বের করে ?

শেয়ার করুন বন্ধুর সাথে

ফাযিলে ৫ পয়েন্টের মধ্যে

  • ৩.৭৫ থেকে ৫.০০ পয়েন্ট পেলে ফার্স্ট ক্লাস।
  • ২.৮১৩ বা এর চেয়ে বেশি কিন্তু ৩.৭৫ এর চেয়ে কম পয়েন্ট পেলে সেকেন্ড ক্লাস।
  • ২.০৬৩ বা এর চেয়ে বেশি কিন্তু ২.৮১৩ এর চেয়ে কম পয়েন্ট পেলে থার্ড ক্লাস।

হ্যাঁ, ফাযিল ১ম,২য় ও ৩য় বর্ষের রেজাল্ট গড় করে সিজিপিএ এবং ফার্স্ট/সেকেন্ড/থার্ড ক্লাস নিরধারণ করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ