শেয়ার করুন বন্ধুর সাথে
Rubidium

Call

নিচে কোরআনে উল্লিখিত প্রাণীর নাম সংশ্লিষ্ট ৬টি সূরার আরবি ও বাংলা নাম দেয়া হলো- 
২. আল বাকারা (বকনা-বাছুর) 
৬. আল আনআম (গৃহপালিত পশু) 
১৬. আন নাহল (মৌমাছি) 
২৭. আন নামল (পিপীলিকা) 
২৯. আল আনকাবূত (মাকড়শা) 
 ১০৫. আল ফীল (হাতি)৷ এসব প্রাণীর নাম উল্লেখ আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
কুরআনে অনেক প্রাণীর নামই আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ 
  1. মানুষ (সুরা ত্বীন, আয়াত নং ৪)
  2. গাভী (সুরা বাক্বারাহ, আয়াত নং ৬৭)
  3. শূকর (সুরা বাক্বারাহ, আয়াত নং ১৭৩)
  4. মৌমাছি (সুরা আন-নাহল, আয়াত নং ৬৮)
  5. ঘোড়া (সুরা আন-নাহল, আয়াত নং ৮)
  6. খচ্চর (সুরা আন-নাহল, আয়াত নং ৮)
  7. গাধা (সুরা আন-নাহল, আয়াত নং ৮)
  8. কাক (সুরা মায়িদা, আয়াত নং ৩১)
  9. মাছ (সুরা সফফাত, আয়াত নং ১৪২)
  10. মাকড়সা (সুরা আল আনকাবুত, আয়াত নং ৪১)
  11. পিপীলিকা (সুরা আন-নামল,  আয়াত নং ১৮)
  12. হুদহুদ (সুরা আন-নামল, আয়াত নং ২০)
  13. হাতী (সুরা ফীল, আয়াত নং ১)

(বিঃদ্রঃ- পবিত্র কুরআনে আরো প্রাণীর কথা উল্লেখ থাকতে পারে৷ আমার যে কয়টা মনে আছে, শুধু সেই কয়টাই উত্তরের মধ্যে উল্লেখ করার চেষ্টা করেছি৷ আর হ্যাঁ, কুরআনের আরো প্রাণী সম্পর্কে কেউ কিছু জানলে দয়া করে মন্তব্য করবেন।)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ