আমার বাড়ি সিলেট আমি পার্সোনাল,,  WiFi কিনতে চাই,, কোথায় পাবো,, ,এবং কিনতে সম্পুর্ণ খরচ    কত লাগবে,
Share with your friends
Call

এজন্য আপনার এলাকায় ফাইবার অপটিক কেবল অর্থাৎ ব্রডব্যান্ড কানেকশন থাকতে হবে।  ওয়াইফাই এ-র জন্য আপনাকে একটা রাউটার কিনতে হবে যার দাম ১০০০ থেকে ভালো রাউটার হয়ে যাবে। ওই ব্রডব্যান্ড লাইন রাউটার এ সেটআপ করলেই স্পিড অনুযায়ী মাসিক চার্জ দিয়ে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।   মোবাইলের ইন্টারনেটকেও পকেট রাউটার দিয়ে ওয়াইফাই  ব্যাবহার করতে পারেন সেক্ষেত্রে মোবাইল ইন্টারনেট থেকে চার্জ হবে।  আপনি পারসোনাল ভাবে ওয়াইফাই কিনতে পারবেন না।    

Talk Doctor Online in Bissoy App
SajuKhadem

Call

আপনার নিকটতস্ত কোনো সার্ভিস গ্রুপে যোগাযোগ করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App
Rubidium

Call

আপনি কম্পিউটার যেখানে বিক্রি হয় সেখানে যান।সেখানে রাউটার ওয়াইফাই সব পাওয়া যাবে।এতে দাম পড়তে পারে চার থেকে পাচ হাজার টাকা।তবে রাউটারের পাওয়ার অনুযায়ী দাম হবে।

Talk Doctor Online in Bissoy App