অবশ্যই সম্ভব। এর জন্য আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতার কোন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি সত্যায়িত করে জমা দিতে হবে। যদি সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ডে সব ঠিক থাকে। তাহলেই সেটার ভিত্তিতে আপনাকে করে দিবে। আর যদি এগুলি না থাকে বা ভুল হয় তবে... ইউনিয়ন পরিষদে আপনার জন্মনিবন্ধন সনদ টি নিয়ে গিয়ে নির্দিষ্ট ফী জমা দিয়ে ঠিক করে নিতে পারবেন। তারপর সেটার মাধ্যমে ভোটার আইডি কার্ডে সংশোধন করা সম্ভব। কোন টাই সম্ভব না হলে একটা দরখাস্ত লিখে আপনার ইউনিয়ন চেয়ারম্যানের স্বাক্ষর আর সন্দ নিয়ে সেটা জমা দিলেই হবে। এই পদ্ধতি গুলির যেকোন টি অনুসরণ করেই আপনার কাজটি করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ