শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

না আসবে না। আপনি মাসিকের ৫  দিন আগে প্রেগন্যান্সি টেস্ট করবেন কেনো। মাসিকের আগে তো প্রেগন্যান্সি টেস্ট করার কোন প্রয়োজন হয় না।  অনাকাঙ্ক্ষিত ভাবে অনিরাপদ সময়ে সহবাসের পর যদি আপনার মাসিকের নির্দিষ্ট সময় হতে মাসিক বন্ধ থাকে তাহলে  তাহলে মাসিক বন্ধ ৩ সপ্তাহ পর প্রেগন্যান্সি টেস্ট করবেন তাহলে  সঠিক রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন মাসিকের পূর্বে অর্থাৎ মাসিকের ৩/৪ দিন আগ থেকে মাসিক হওয়ার লক্ষন গুলো প্রভাব ফেলে তবে সবার ক্ষেত্রে প্রভাব ফেলে না। যা প্রেগন্যান্সির লক্ষনের সাথে কিছু মিল থাকে তার মানে ধরে নিবেন না যে আপনি প্রেগন্যান্ট। যেমন মাসিকের আগে কিছু লক্ষন কারো ক্ষেত্রে তলপেটে প্রচন্ড ব্যথা সাথে বমি ভাব,খাবারে অরুচি, হড মাঝাজি হওয়া,তল পেটে ভারি অনুভব করা। এগুলো লক্ষন  মাসিকের ২/৩ বা ৪/৫ দিন আগ থেকে দেখা দিলে বুঝবেন  আপনার মাসিক হওয়ার সম্ভাবনা আছে ।  কিন্তু উক্ত লক্ষন গুলো দেখা সত্যেও মাসিক না হলে তাহলে মাসিক বন্ধের  ২ সপ্তাহ পর প্রেগন্যান্সি টেস্ট করবেন। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ