Share with your friends

আপনার ফোনে আপনি মাউস ব্যবহার করতে পারবেন কি না , সেটা জানার  জন্য প্রথমে আপনার ফোনটি চেক করে নিতে হবে। যে আপনার ফোনটি ওটিজি সাপোর্টেড কিনা। তার জন্য আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন "otg checker" তারপরে এটি আপনার ফোনে ইন্সটল করে নেবেন। তারপর ওপেন করলেই আপনার ফোনে শো করবে আপনার ফোন টি ও টি জি সাপোর্ট কিনা। যদি আপনার ফোন ওটিজি সাপোর্ট হয়, সে ক্ষেত্রে আপনি আপনার ফোনে মাউস ব্যবহার করতে পারবেন।


তারপরও যদি আপনার বুঝতে কোন সমস্যা হয় তাহলে নিচের ভিডিওটি আপনি দেখতে পারেন।


  • https://youtu.be/SBRY0xUBdgo


Talk Doctor Online in Bissoy App