আমার বাবা ও আমার চাচা একত্রে একটি দোকান ক্রয় করে।দোকানটি ৬৪০ স্কয়ারফুট যার ৩ ভাগের ১ ভাগ আমার বাবার।বর্তমানে দোকানটি থেকে ১৬০০০ টাকা করে ভাড়া উঠে তা থেকে আমি ৫৩৫০ টাকা করে পাই।আমার বাবা মৃত্যু বরন করে ২০০০ সালে।দোকানটি এখনো আমার বাবার নামেই আছে।আমার চাচা আমাকে দোকানটি বিক্রি করতে বাঁধা দিচ্ছে।আমি দোকান বিক্রির টাকা দিয়ে বেবসা বাণিজ্য করতে চাচ্ছি।আমার চাচা তার অংশেরটুকু বিক্রি করবে নাহ আমাকে বলে দিছে।এখন আমি কিভাবে আমার অংশের ২১৪ স্কয়ারফুট বিক্রি করব? যেহেতু আমাকে আমার চাচা বাহিরে কোথায় বিক্রি করতে দিচ্ছে নাহ আমি কি দোকানটার জন্য ব্যাংক থেকে ঋণ নিতে পারব?
শেয়ার করুন বন্ধুর সাথে