আব্দুর রহমান (করুনাময়ের গোলাম) এই নামটা রাখতে পারেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর মধ্যে তিনিও আছেন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নিচে নাম দিলাম একটা বা তার অধিক  বেছে নিবেন।


 আয়ান (ﺍﻳﺎﻥ) যার অর্থ আল্লাহর পক্ষ থেকে দান করা উপহার

হামজাহ(ﺣﻤﺰﺓ) যার অর্থ বাহাদুর, শক্তিশালী।

আলী(ﻋﻠﻲ) যার অর্থ উচ্চ, একজন উর্ধ্বমুখী। 

উসমান(ﻋﺜﻤﺎﻥ) যার অর্থ একটি সুন্দর কলম।

জিশান(ﺯﻳﺸﺎﻥ) যার অর্থ উচু মর্যাদাশালী, গৌরব।  
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নির্বাচিত কিছু পুরুষ সাহাবীর নাম সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন- চারজন খলিফা। মর্যাদা অনুযায়ী তাঁদের সুপরিচিত নাম বা উপনাম হচ্ছে-  আবু বকর (أَبُوْ بَكْر)  উমর (عُمَرُ)  উসমান (عُثْمَانُ)  আলী (عَلِيٌّ)।  এর পরের মর্যাদায় রয়েছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বাকী ৬ জন সাহাবী। তাঁদের নাম হচ্ছে-  আব্দুর রহমান (عبد الرحمن)  যুবাইর (الزبير)  তালহা (طَلْحَةُ)  সাদ (سَعْدٌ)  আবু উবাইদা (أَبُوْ عُبَيْدَةُ)  সাঈদ (سَعِيْدٌ)।  এরপর মর্যদাবান হচ্ছেন- বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ। বিশিষ্ট সাহাবী যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহ তার ৯ জন ছেলের নাম রেখেছিলেন বদরের যুদ্ধে শহীদ হওয়া ৯ জন সাহাবীর নামে। তাঁরা হলেন-  আব্দুল্লাহ (عَبْدُ الله)  মুনযির (مُنْذِرٌ)  উরওয়া (عُرْوَةُ)  হামযা (حَمْزَةُ)  জাফর (جَعْفَرٌ)  মুস‘আব (مُصْعَبٌ)  উবাইদা (عُبَيْدَةُ)  খালেদ (خَالِدٌ)  উমর (عُمَرُ)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Md Fahim

Call

আবু বক্কর বা ওমর ফারুক

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ