SSC-5.00, HSC-4.99 পেয়ে পাশ করেছি।এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের BBA(4th year)।।#আমার প্রশ্ন হচ্ছে,, আমি যদি অনার্সে /বিবিএর রেজাল্টে " তৃতীয় বিভাগ "পেয়ে পাশ করি।।তাহলে আমি কি বিসিএস এর apply করতে পারবো?আশা করি সঠিক ans টাই দিবেন।
Share with your friends

শিক্ষাজীবনে একটি তৃতীয় শ্রেণির রেজাল্ট থাকলে বিসিএসে অাবেদন করা যায়। কিন্তু শিক্ষাজীবনে একাধিক তৃতীয় শ্রেণির রেজাল্ট থাকলে বিসিএসে অাবেদন করা যায় না। এসএসসি এবং এইচএসসিতে অাপনার রেজাল্ট হচ্ছে ১ম শ্রেণির। অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে আপনার কোন তৃতীয় শ্রেণির রেজাল্ট নেই। তাই বিবিএতে তৃতীয় শ্রেণির রেজাল্ট পেয়ে পাশ করলেও অাপনি বিসিএসে অাবেদন করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

অবশ্যই পারবেন। তবে যদি ভাইবা পর্যন্ত পৌঁছান তখন জবাবদিহি করতে হতে পারে।

Talk Doctor Online in Bissoy App

হ্যাঁ পারবেন  । শর্ত হচ্ছে রেজাল্টের ক্ষেত্রে এসএসসি থেকে অনার্স পর্যন্ত একাধিক তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় । সেই দিক থেকে আপনি এসএসসি এবং এইচএসসি তে পেয়েছেন প্রথম শ্রেণী এবং অনার্সে যদি তৃতীয় শ্রেণীও পান তবুও আপনি বিসিএস পরীক্ষার জন্য যোগ্য ।

Talk Doctor Online in Bissoy App