Call

গুগল এডসেন্স হচ্ছে কনটেন্ট পাবলিশার বা ব্লগারদের জন্য গুগলের একটি সাথে টাকা আয় করার নেটওয়ার্ক। যারা গুগলে তাদের পণ্য বিষয়ে অ্যাড দিতে চান তাদের জন্য রয়েছে গুগল এডওয়ার্ড। 

গুগল এডসেন্স এবং গুগল এডওয়ার্ড সম্পূর্ণ দুটি ভিন্ন জনিস। এই সম্পর্কে পরে কখনো বলব।

কিভাবে কাজ করে?

ধরুন আপনি আপনার কোন পণ্য সম্পর্কে গুগলে অ্যাড দিয়েছেন, এখন গুগল আপনার অ্যাড কথায় প্রকাশ করবে। গুগোল আপনার পণ্যের বিজ্ঞাপন কোথায় প্রকাশ করবে।


গুগোল এই পণ্যের বিজ্ঞাপন গুলো মনিটাইজ হওয়া ওয়েবসাইট / ব্লগ গুলিতে প্রকাশ করে থাকে। যে ব্লগে গুগল অ্যাড প্রদর্শিত হয় ওই ব্লগে অ্যাডে ক্লিক আসলে ঐ ওয়েবসাইট / ব্লগ মালিক টাকা পান।


এভাবেই গুগল এবং একজন কনটেন্ট পাবলিশারের মাঝে গুগল এডসেন্সের মাধ্যমে আয়ের সুযোগ তৈরী হয়ে থাকে।

বিস্তারিত জানতে গুগল এডসেন্স সম্পর্কে পড়ুন। 



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ