আমি ২০১৭ সালে জেনারেল থেকে এস এস সি তে ফেল করেছি এবং পুনোরায় আবার ২০১৮ সালে পাশ করে প্রাইবেট কলেজে ভর্তি হয়েছি।আমার আসা,আমি উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাবো বিশেষ করে আমর খুব ইচ্ছা কানাডায় গিয়ে পড়াশুনা করা। কিন্তু আমি ভয় পাচ্ছি যে আমি যদি আবার ফেল করে যাই তাহলে তো আবার আরও এক বছর পিছিয়ে পড়বো। তাই আমি ভাবছি আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালযে ভর্তি হব। তাহলে যদি আমি জেনারেলে ফেলও করি তাহলে উন্মুক্ত যদি পাশ করি তাহলে আমার আর গ্যাপ থাকবে না। প্লিজ আমাকে একটু জানাবেন আমি উন্মুক্ত থেকে এইচএসসি পাশ করে কি কানাডায় উচ্চ শিক্ষার জন্য যেতে পারবো???
শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

পারবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ