স্টাইলিশ ভাবে হেলে হেলে থাকে এখন প্রশ্ন হলো আমার Symphony V120 মোবাইলে ঐ রকম লেখা কিভাবে করবো
Share with your friends

আপনি Symphony V120 এ এই ফিচারটি পাবেন না তবে প্লে স্টোরের এ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করে চেষ্টা করে দেখতে পারেন.ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App
Call

এমন অনেক এপ্স আছে যা দিয়ে ফ্রন্ট চেঞ্জ করা যায় তবে সেই এপ্স গুলা চালাতে হলে ফোন রুটেড হতে হবে। 

Talk Doctor Online in Bissoy App
Ronu

Call
আপনি প্লেস্টোর থেকে I font (Exparte of fonts) অ্যাপ ডাউনলোড করতে পারেন এরপর আই ফন্ট এপস থেকে আপনার পছন্দের ফন্ট ডাউনলোড করুন।
এরপর মেমরি কার্ডে দেখুন ifont নামে একটি ফ্লোডার তৈরি হয়েছে।
ifont ফ্লোডারের মধ্যে দেখুন cache নামে ফ্লোডার তৈরি হয়েছে।
এই ফ্লোডারের মধ্যে অনেক গুলো ফ্লোডার রয়েছে। এই ফাইল এই ফাইল গুলোর মধ্যেই আপনার ডাউনলোড করা ফন্ট রয়েছে। এবার সেটিং-এ গিয়ে ডিসপ্লে তে ঢুকুন। এড ফন্ট নামক অপশনে ক্লিক করুন। sd card সিলেক্ট করুন। ifont ফ্লোডার বেছে নিন। cache-এ ঢুকুন। পছন্দমত ফ্লোডার বেছে নিন। এবার এখান থেকে আপনার ফন্ট পছন্দ করুন।
ফন্ট এড হয়ে গেলে আপনি ইউজার ফন্ট-এ আপনার এড করা ফন্ট দেখতে পারবেন। এর উপর ক্লিক করুন। ব্যস কাজ শেষ। এবার দেখুন ফন্ট পালটে গেছে।

https://www.trickbd.com/android-tips/245409
Talk Doctor Online in Bissoy App