অামি দশম শ্রেণির ছাএ। অামার ইচ্ছা ইন্টারনেট থেকে টাকা উপার্জন করা। তাই অামি অাউটসোসিং করতে চাই।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি আপনার নিকটস্থ কোন আউটসোর্চিং সেন্টারে যোগাযোগ করে দেখতে পারেন।  এছাড়াও আপনি online থেকে video দেখে শিখতে পারেন । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি কম্পিউটার ট্রেনিং সেন্টারে ৬মাসের কোর্স করতে পারেন।বেশি সময়ও করতে পারেন।সেখানে আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং শিখাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথমেই বলে রাখি আউটসোর্সিং করতে হলে আপনাকে আগে বাছতে হবে আপনি কোন ধরনের কাজ করবেন।এরপর গুগল বা ইউটিউব থেকে বিভিন্ন আর্টিকেল পড়ে নেন এবং বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখে নেন। ভিডিও টিউটোরিয়ালের জন্য লিন্ডার টিউটোরিয়াল দেখে নিতে পারেন। যদি বাংলায় বিভিন্ন আর্টিকেল পড়তে চান, সেই ক্ষেত্রে টেকটিউনস বিডি এর মতো সাইট পড়তে পারেন। অথবা আর আর ফাউন্ডেশন, আল-হেরা মাল্টিমিডিয়া বা নেক্সট-বরিশাল এর মতো বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলা ভিডিও টিউটোরিয়াল কালেক্ট করে দেখে নিতে পারেন। চেষ্টা করুন এগুলো দেখে নিজে নিজে শিখতে। এই ক্ষেত্রে খরচ একটু কম হবে, তবে সময় অনেক বেশি লাগতে পারে।  আরো একটা উপায় হলো- যদি উপরের কাজগুলো করে ফলাফল না পান তবে - সরাসরি যে কোন ভালো প্রতিষ্ঠান থেকে ট্রেইনিং নিতে পারেন।প্রয়োজনে সরাসরি তাদের প্রতিষ্ঠানে গিয়ে কথা বলতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, কখনো ভাববেন না, ভালো প্রতিষ্ঠানে গেলেই আপনি ভালো ফ্রিল্যন্সার হয়ে যাবেন। একটি ভালো প্রতিষ্ঠানের ভালো ট্রেইনাররা আপনাকে ভালো গাইডলাইন দিতে পারবে, আপনার ভুলগুলো ধরিয়ে আপনাকে সঠিক পথ দেখাতে পারবে। সেই পথে কিন্তু আপনাকেই হাটতে হবে। কাজ কিন্তু আপনাকেই  শিখতে হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RiponBDclub

Call

আপনি পিটিসি সাইটে কাজ করতে পারেন, নিউবাক্স পিটিসি সাইটে খুব সহজেই এড দেখে ইনকাম করাযায়, আমি অন্যান্ন পিটিসি সাইটের ব্যাপারে বলতে পারব না, তবে নিউবাক্স 100% পেমেন্টে দেয়, আমিশুধু এইটাতেই কাজ করি, 10 থেকে 15 মিনিট সময় লাগে এড দেখেতে।


সাইন আপ করতে এখানে এখানে ক্লিক করুন আর বুঝতে সমস্যা হলে মেসেজে আসেন, অথবা কল মি-01959-408352 এবং ফেসবুকে আমি


অনেকে সাইন আপ করে বুঝতে পারেনা তাই কাজ বন্ধ করে দেয়, সেই জন্য বলব আপনি সাইনআপ করে আামার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা এখানে সুন্দর করে বিস্তারিত করে লেখা আছে। দেখতে এখানে কিল্ক করুন 



 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ