বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে B.B.S নিয়ে পরতে চাই, এর জন্য আমার s.s.c & H.S.C তে GPA কত থাকতে হবে?

আমি ১১তে H.S.C দিয়ে ছিলাম,  

আমি কি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে B.S.S নিয়ে পড়তে পারবোো?


Share with your friends

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে BBS এ ভর্তি হতে চাইলে এইচএসসিতে পাশ করতে পারলেই অাবেদন করতে পারবেন। অর্থাৎ এইচএসসিতে টেনেটুনে পাশ করলেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে BBS এ ভর্তি হতে পারবেন। যে কোন বছর এইচএসসি পাশ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে BBS এ ভর্তি হতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App