শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মুহাম্মদ বিন ইবরাহীম রহঃ বলেন,- كان صداق بنات النبي صلى الله عليه وسلم وصداق نسائه خمس مئة درهم. – مصنف ابن أبي شيبة: رقم: 16630 ج4ص 188 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যাদের (রাযিয়াল্লাহু তাআলা আনহুন্না) মহর ছিল সাড়ে বার উকিয়া বা পাঁচশত দিরহাম। আবু দাউদ শরীফে এক হাদীসে এসেছে, عن أبى العجفاء السلمى قال خطبنا عمر رحمه الله فقال ألا لا تغالوا بصدق النساء فإنها لو كانت مكرمة فى الدنيا أو تقوى عند الله لكان أولاكم بها النبى -صلى الله عليه وسلم- ما أصدق رسول الله -صلى الله عليه وسلم- امرأة من نسائه ولا أصدقت امرأة من بناته أكثر من ثنتى عشرة أوقية سنن أبي داود للسجستاني:رقم الحديث:2108 -ج 2 ص 199) আবুল আজফা আস সালামী হতে বর্ণিত, তিনি বলেন, হযরত উমর রা আমাদের মাঝে খুতবাপ্রদানের সময় বললেন, তোমরা মহর নির্ধারণের ব্যপারে বাড়াবাড়ি করবেনা। যদি তা দুনিয়াতে সম্মানের বস্তু হত বা আল্লাহর নিকট তাক্বওয়ার বিষয় হত, তাহলে তা পাবার যোগ্যতম ব্যক্তি হতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর স্ত্রীদের ও তাঁর কোন কন্যাদের জন্য বার উকিয়ার অধিক পরিমান মহর ধার্য করেননি। সহীহ মুসলিম শরীফের এক হাদীসে আম্মাজান আয়েশা রা. এর বক্তব্যের মধ্যমে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্রা স্ত্রীগণের মহর ছিল সাড়ে বার উকিইয়্যা বা ৫০০ দিরহাম। ৫০০ দিরহাম যা বর্তমান হিসাব অনুযায়ী ১৩১.২৫৩ তোলা(প্রায় ১৩১ভরি ৩ মাশা) বা ১৪৮৭.৫ গ্রাম রূপার সমান সুতরাং বর্তমান রূপার মূল্য ভরি প্রতি ১০০০ টাকা হলে, মহরে ফাতেমী আসবে ১,৩১,২৫৪টাকা। প্রামাণ্য গ্রন্থাবলীঃ ১। সহীহ মুসলিম-হাদীস নং-৩৫৫৫ ২। মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং ১৬৬৩০ ৩। সুনানে আবু দাউদ-১/২৯৪ ৪। দারুল উলূম দেওবন্দ-৮/২০১ ৫। জাওয়াহেরুল ফিক্বহ-৩/৪১০ ৬। আপকি মাসায়েল -৬/২৮৬

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ