নাকি পয়েন্টের উপর চয়েজ দিতে হয়? বিস্তারিত আশা করছি ।
Share with your friends
rrkhannahid

Call

পয়েন্টের উপর ভিত্তি করে পচ্ছন্দের বিষয়ে ভর্তির সুযোগ দেয়া হয়।

Talk Doctor Online in Bissoy App

ভর্তি পরিক্ষা দিতে হয় না।আপনার রিজাল্টের উপর ভিত্তি করেই মেধা তালিকা প্রকাশ করা হয়।মেধাতালিকায় স্থান পেলেই আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন অনার্স এবং ডিগ্রী কোর্সের জন্য আপনি অনলাইনে আবেদন করবেন। অনার্সের জন্য আপনার এসএসসি এবং এইচ এস সির রিজাল্টের উপর ভিত্তি করে আবেদনের সময় যে সাবজেক্টগুলো দেখাবে তা থেকে আপনার পছন্দক্রমানুসারে সাবজেক্ট সিরিয়াল দিবেন।তারপর রিজাল্টে আপনাকে যে সাবজেক্টের জন্য মনোনীত করবে আপনি সেই সাবজেক্ট এ ভর্তি হওয়ার সুযোগ পাবেন।যদি আপনার পছন্দক্রমের প্রথম সাবজেক্ট পেয়ে যান তাহলে আপনি সাবজেক্টস পরিবর্তনের সুযোগ পাবেন না।যদি ৩,৪ নাম্বার সাবজেক্ট পান তাহলে মাইগ্টেশন করে আপনার পছন্দক্রমের ১,২নাম্বার সাবজেক্ট গুলো পেতে পারেন।

Talk Doctor Online in Bissoy App