আমি এখন ডিগ্রী ২য় বর্ষে পড়তেছি। ভুল ক্রমে আমার JSC, SSC, HSC সার্টিফিকেটে আমার এবং বাবার নামের কিছুটা সম্পূরক ভুল আছে যেমন Hoq(আমি Hoque লিখি) আর Tareq (আমি Tarek লিখি)। মনে হয় এখন নাম পরিবর্তন করার জন্য অনলাইনে আবেদন করা যায়। আমার প্রশ্ন হলো: ১/ ডকুমেন্ট গুলা সংগ্রহ করে অনলাইনে জমা দিলেই কাজ হবে নাকি পরে বোর্ডে ও যেতে হবে। ২/ বাবার নামের সম্পূরক ভুলের জন্যে কি কোন ডকুমেন্ট দিতে হবে নাকি আমার গুলো দিয়েই কাজ হবে? আমার ন্যাশনাল আইডি কার্ড আছে। ৩/  নাম পরিবর্তনের পর কি নতুন সার্টিফিকেট দিবে বা সংগ্রহ করব কিভাবে। (আমি এখনো কোন সার্টিফিকেট তুলিনি) ৪/ ডিগ্রীতে রেজিস্ট্রেশন নাম কি পরিবর্তন করতে পারব নাকি সার্টিফিকেট পাওয়ার পর পরিবর্তন করতে হবে বা নাম পরিবর্তনের কারণে ডিগ্রীতে কোন সমস্যা হবেনাতো? ৫/ সার্টিফিকেট নাম পরিবর্তন করলে কি অনলাইন রেজাল্ট গুলোতে নাম পরিবর্তন হয়ে যাবে নাকি আগের মতই থেকে যাবে? অনেক গুলো প্রশ্ন করে ফেলছি জানার আগ্রহের কারণে, অভিজ্ঞ কেউ কষ্ট করে উত্তর দিলে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ 
শেয়ার করুন বন্ধুর সাথে