আমার বোন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি কলেজে ম্যাথে অনার্স ৩য় বর্ষে এবং বেসরকারি কলেজে ডিগ্রী পাস কোর্সে ৩য় বর্ষে পড়ে।। আমার বোন ছাত্রী হিসেবে তেমন ভালো না, তাই আমরা তাকে একসাথে অনার্সের পাশাপাশি ডিগ্রীও করাচ্ছি। তার উভয় কোর্সের সেশন ২০১৫-১৬   তার উভয় কোর্স ঠিক মতো চলছে। পরীক্ষার সময় ঠিকমতো পরীক্ষাও হচ্ছে। তার উভয় কোর্সেন রেজিস্ট্রেশন কার্ডও আছে। এখন আমার প্রশ্ন হলো তার ভবিষৎে কোন সমস্যা হবে কি না ? বা দুই কোর্স করার কারনে সার্টিফিকেট না দেওয়া। ইত্যাদি সমস্যা হবে কি না ? অনেকে বলছে তার দুই কোর্সই নাকি বাদ করে দিবেন? 
শেয়ার করুন বন্ধুর সাথে