ছোট গল্প রচনায় কি লেখকের পান্ডিত্যের পরিচয় দেখা দেয়?
শেয়ার করুন বন্ধুর সাথে

ছোটগল্প রচনাতেও লেখকের পান্ডিত্যের পরিচয় প্রকাশ পায়।ছোটগল্প কিন্তু এতটাও ছোট নয়।সেখানে একটা ঘটনার বিশদ বিবরণ অল্প কথার মাধ্যমে প্রকাশ পায়।লেখক তার সম্পূর্ণ ভাব প্রকাশ করে মাত্র অল্প কিছু লেখনীর মাধ্যমে।ছোটগল্পেও যে পান্ডিত্যে দেখানো যায় তার প্রমাণ রবীন্দ্রনাথ ঠাকুর।তার রচিত উল্লেখযোগ্য ছোটগল্প হচ্ছে 'মেঘ ও রৌদ্র','সমাপ্তি'।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ