আমি একটা কলেজে ভর্তি ছিলাম,পরে সেই কলেজ থেকে ভর্তি বাতিল করে আরেকটা কলেজে ভর্তি হয়,,বর্তমানে সে কলেজে ডিগ্রি  প্রথম বর্ষ ফম ফিলাপ চলছে, ফিলাপ করতে গিয়ে জানতে পারি আগের কলেজের ভর্জিতি বাতিল না হওয়ার কারনে রেজিস্ট্রেশন কার্ড আসেনি। আমি  আবার ভর্তি বাতিল কনফর্ম করেছি, এখন আমার রেজিস্ট্রেশন কার্ড পেতে হলে কি করতে হবে? 
শেয়ার করুন বন্ধুর সাথে