কলকাতা যেয়ে কয়েকদিন থেকে কয়েকটা জায়গায় ঘুরে আসতে মোট কত টাকা লাগবে । আমার পাসপোর্ট বা ভিসা কোনটাই নেই
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পাসপোর্ট-ভিসার জন্য তো খরচ আছেই। পাসপোর্টের জন্য সাড়ে তিন হাজার বেসিকালি। দালাল বা অন্য উপায় থাকলে আরো বেশি লাগতে পারে। ট্যুরিস্ট ভিসায় যেতে হলে ৪০০-১০০০ টাকার ভেতরে লাগতে পারে।  কলকাতা যাবার যে বর্ডার দিয়ে যাবেন সে অনুযায়ী খরচ। ট্রেনে গেলে যেকোনো বর্ডার থেকেই ৮০-১২০ টাকার মত লাগতে পারে। ট্যাক্সিতে ১৮০০-২২০০ টাকার মধ্যে। এয়ারে গেলে ঢাকা থেকে বুকিং টাইম হিসেবে উর্ধ্ব-৪০০০ টাকা লাগবে।  গিয়ে হোটেল অনেক প্রকৃতির আছে। ১২০০ থেকে শুরু করে ৮০০০ টাকার পর্যন্ত হোটেল আছে। আপনার বাজেট ও পছন্দ অনুযায়ী যেকোনোটিতে থাকতে পারবেন। খাওয়ার খরচ প্রতিদিন ৫০০ থেকে ২০০০ এর বেশি লাগবে না।  ঘুরার জন্য সম্পূর্ণ দিনের জন্য ট্যাক্সি নিলে ১৫০০-২২০০ টাকা লাগবে। নিজে নিজে আলাদা ভাবে ঘুরলে প্রতি জায়গায় যেতে ভিন্ন ভিন্ন পরিমাণের টাকা লাগবে। স্পটগুলোতে বিদেশীদের ২০০-৫০০ টাকা করে টিকেট লাগে।  সব মিলিয়ে একজনের জন্য কতটা লাগবে আপনি দেখে নিন। হিসাবগুলি প্রতিজনের জন্য কতটা লাগবে সেটা বললাম। আর শপিং করলে সেটা আলাদা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ