শেয়ার করুন বন্ধুর সাথে
OmorFahad

Call

বিভিন্ন রাক্ষুসে মাছ যেমনঃশোল,বোয়াল,চিতল, ফলি, গজার, ইত্যাদি সরাসরি চাষের মাছ খেয়ে ফেলে।তাছাড়াও এরা অচাষযোগ্য মাছ। এরা চাষযোগ্য মাছের জায়গা, খাদ্য, অক্সিজেন সবকিছুতে ভাগ বসায় এর ফলে চাষকৃত মাছের উৎপাদন কমে যায়। তাই রাক্ষুসে মাছ দমনের জন্য পুকুরে ১ ফুট বা ৩০ সেমি গভীরতায় পানির জন্য শতক প্রতি ৩০-৩৫ গ্রাম রোটেনন ব্যবহার করা হয়। বিষ দেওয়ার ৭-১০ দিন পুকুরের পানি ব্যবহার করা যাবেনা এবং নতুন মাছ ছাড়া যাবেনা। রোটেনন ব্যবহারে মৃত মাছ খাওয়া যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ