Waruf

Call

সূর্যের দিকে তাকিয়ে থাকলে চোখের ক্ষতি হয় কারন সূর্যরশ্মিতে আল্ট্রাভায়োলেট নামক ক্ষতিকারক  রশ্মি থাকে।

চোখের রেটিনাতে রড এবং কোণ নামক দুই প্রকার দর্শন কোষ থাকে। অতি তীব্র আলোতে এই কোষ নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া কোণ কোষে আলোর তীব্রতা বেশি হলে এটি বর্ণ পার্থক্যকরন ক্ষমতা হারিয়ে ফেলে , ফলে বর্ণান্ধ হবার সম্ভাবনা থাকে। 
মনে করা হয় যে রড এবং কোণ কোষ গুলো রেটিনারে এক প্রকার ক্ষুদ্র বৈদ্যুতিক সিগনাল উৎপন্ন করে যা অপটিক স্নায়ুর মধ্য দিয়ে মস্তিষ্কে পৌছায় কিন্তু অতি তীব্র আলোর ফলে রেটিনা কোষের ইলেক্ট্রন নিঃসরন এতই তীব্র হয় যে অপটিক স্নায়ুর সাইন্যাপসিসের এক্সন ও ডেনড্রাইটকে সেন্সিটিভিটি কমিয়ে বা নষ্ট করে দেয় ফলে চোখের ক্ষতি হয়। কাজেই সূর্যের দিকে বেশিক্ষন থাকালে এবং নিয়মিত করলে অন্ধ হবার সম্ভাবনা থাকে। এছাড়া এর ফলে মাথা ব্যাথা ,মাথা ঘোরা, চোখে সর্ষে ফুল দেখার মত এক প্রকার আলোক ঝিরঝির অনুভবে সমস্যা হয়। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ