→→→Bangladesh is very small country.There are many problems in our country. Some of them are big and some of them are small. Some of them are Preventable and some of them are unpreventable.But problem is problem. It may be Different only.Such as(Composition name. ). and so on. (Composition name) is one of the greatest Problem in our country. There are various Causes of it. Firstly,most of the people of our country are uneducated.They are not conscious about the problem, Secondly, we are usually backward thirdly, our government is also responsible for this vital problem. Fourthly We are not economically self sufficient and our countries is developing country, so we have faced this momentous problem. Finally it is our Political unrest which is responsible for this problem Nowadays (Composition name ) is a burning question in the third world countries like ours we can not lead a normal life for this problem. Day by day it is going out of control. though everybody feels the problem in our country but no body takes proper steps to remove it, we should realize that it spoils the peace in our normal life. But this problem is not out of solution. it can be solved if we try to best in our ability proper steps should be taken to solve it. A government or a man can not solve (Composition name)by himself so, we should all work hard together to solve this problem. it is not only our national problem but also a worldwide problem. we can easily realize about the effect of it.we hope,we will be able to overcome (Composition name) in the days to come. Every Conscious citizen of the country should help the government to solve this problem. the problem should be solved as soon as possible to buil up our Dear mother land.
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বাংলাদেশ একটি ছোট দেশ। আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে। কিছু সমস্যা বড় আর কিছু ছোট। কিছু সমস্যা প্রতিকারযোগ্য আর কিছু অপ্রতিকারযোগ্য। কিন্তু সমস্যা তো সমস্যাই। এটা কেবল আলাদা হতে পারে ( একটি অপরটি হতে) । যেমন ( রচনার নাম),  এবং আরো বহু। আমাদের দেশে ( রচনার নাম)  একটি বড় সমস্যা। এটির জন্য বহু কারন রয়েছে।  প্রথমত, আমাদের দেশের অধিকাংশ মানুষ অশিক্ষিত। তারা সমস্যাটির ব্যপারে সচেতন বা সজাগ নয়।  দ্বিতীয়ত, আমরা পিছিয়ে আছি। তৃতীয়ত, এই বড় সমস্যার জন্য আমাদের সরকারও দায়ী। চতুর্থত,  আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নই এবং আমাদের দেশ হলো উন্নয়নশীল দেশ। তাই আমরা এমন গুরুত্বপূর্ণ সমস্যায় ভুগছি। সবশেষে, রাজনৈতিক অস্থিরতাও এই সমস্যার জন্য দায়ী। আমাদের মত তৃতীয় বিশ্বের দেশে ( রচনার নাম)  একটি জরুরী সমস্যা বা আলোচনার বিষয়। এই সমস্যার জন্য আমরা একটি স্বাভাবিক জীবনযাপন করতে পারি না। দিন দিন এটি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। যদিওবা আমাদের দেশের সকলেই সমস্যাটি বুঝেন তথাপি কেউই উপযুক্ত পদক্ষেপ নেননা সমস্যাটি দূর করতে। আমাদের অনুধাবন করতে হবে, এই সমস্যাটি আমাদের স্বাভাবিক জীবনের শান্তি নষ্ট করে দেয়। কিন্তু এই সমস্যাটি সমাধানের বাহিরে নয় তথা এটির সমাধান রয়েছে।  এটি সমাধান করা যাবে যদি আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করি। সরকার অথবা একজন মানুষ একাই ( রচনার নাম)  এর সমস্যা দূর করতে পারবে না। তাই এই সমস্যা সমাধানে আমাদের সবাইকে একত্রে কঠোর পরিশ্রম করতে হবে। এটি কেবল আমাদের জাতীয় সমস্যা নয়, বরং এটি বিশ্বব্যাপী একটি সমস্যা। আমরা খুব সহজেই এই সমস্যার প্রভাব বুঝতে পারি। আমরা আশা করি, খুব শীঘ্রই ( রচনার নাম)  সমস্যাটি আমরা দূরীভূত করব। দেশের প্রত্যেক সচেতন নাগরিকের উচিৎ এই সমস্যা সমাধানের জন্য সরকারকে সহায়তা করা। এই সমস্যাটি অতি দ্রুত সমাধান করা প্রয়োজন আমাদের প্রিয় মাতৃভূমির উন্নতির জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ