শেয়ার করুন বন্ধুর সাথে

নির্বাচনে প্রার্থী হওয়ার সময় প্রার্থীকে নির্বাচন কমিশনে কিছু টাকা জমা দিতে হয়। এই জমাকৃত টাকাকে জামানত বলে। বাংলাদেশ নির্বাচন কমিশন অাইন অনুযায়ী কোন প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়। এক অষ্টমাংশ মানে হচ্ছে অাট ভাগের এক ভাগ। অর্থাৎ এক অষ্টমাংশের কম ভোট পেলে তিনি নির্বাচন কমিশনে জমাকৃত টাকা ফেরত পাবেন না। এটাকে জামানত বাজেয়াপ্ত করা বলে। কোন প্রার্থী এক অষ্টমাংশের বেশি ভোট পেলে তিনি নির্বাচন কমিশনে জমাকৃত টাকা অর্থাৎ জামানত ফেরত পাবেন। যেমন: মনে করুন সালমান,রফিক এবং জাহিদ এমপি নির্বাচনে প্রার্থী হল। নির্বাচনে মোট ২ লাখ ভোটার ভোট দিল। ২ লাখ ভোটের এক অষ্টমাংশ অর্থাৎ মোট ভোটের অাট ভাগের এক ভাগ ভোট হচ্ছে ২৫ হাজার। আবার মনে করুন ২ লাখ ভোটের মধ্যে সালমান ভোট পেয়েছে ১ লাখ ১০ হাজার,রফিক ভোট পেয়েছে ৭০ হাজার এবং জাহিদ ভোট পেয়েছে ২০ হাজার। এখন সালমান ও রফিক জামানত ফিরে পাবেন কারণ তারা মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের বেশি ভোট পেয়েছেন। কিন্তু জাহিদ জামানত ফিরে পাবেন না। তারমানে জাহিদের জামানত বাজেয়াপ্ত করা হবে। কারণ তিনি এক অষ্টমাংশের চেয়ে কম ভোট পেয়েছেন। জামানত কত টাকা হবে তা নির্বাচন কমিশন নির্বাচনের অাগে নির্ধারণ করে দেয়। এবার এমপি নির্বাচনে জামানত ছিল ২০ হাজার টাকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ