Junait

Call

পবিত্র কোরআনের ব্যাখ্যা জানতে তাফসীর পড়ুন,

সরাসরিভাবে কোরআন শরীফ পড়ে ব্যাখ্যা বুঝার

মতো জ্ঞান আমাদের সবার নেই। 


সূরা আল ইখলাস  

সূরার ক্রম ১১২
আয়াতের সংখ্যা
পারার ক্রম ৩০


সূরা আল ইখলাস-এর আয়াত সংখ্যা ৪টি এবং এর রূকুর সংখ্যা ১টি। আল ইখলাস সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটিকে ইসলামের শেষ পয়গম্বর মুহাম্মদ (সা:) বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন। তাৎপর্যের কারণ হিসেবে বলা হয়েছে, এই আয়াতে আল্লাহ্‌র সবচেয়ে সুন্দর সংজ্ঞা দেওয়া হয়েছে । এটি কুরআনের অন্যতম ছোট একটি সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে।


কুরআনের বিভিন্ন সূরার বিষয়বস্তু প্রধানত: তিন শ্রেণীর যথা আল্লাহর পরিচয়, হয়রত মুহাম্মদ (সা:)-এর রিসালত এবং পরকালের বর্ণনা। সূরা ইখলাসে কেবল আল্লাহ’র কথাই আলোচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি সুরা বাকারার ২৫৫ নং আয়াতে আল্লাহ সম্পর্কে বেশ কিছু তথ্য পাবেন।এছাড়াও সুরা ইখলাস এ পাবেন।এবং সুরা মূলুক এর ১ এবং ২ নং আয়াতে কিছু তথ্য পাবেন। এবং কুরানের অসংখ্য জায়গাতে আল্লাহ সম্পর্কে বর্নণা আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমার কাছে কুরআনের যে স্থানে আল্লাহর পরিচয় সুন্দর ভাবে বর্ণনা করা হয়েছে বলে মনে হচ্ছে তা হলো; সূরা নামল, আয়াত নং ৬০-৬৫ এছাড়াও সূরা রুম, আয়াত নং ১৯-২৭ এবং সূরা ক্বসাস, আয়াত নং ৬৮-৭৩

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ