৪টা 3.7V মোবাইলের ব্যাটারি শ্রেণিতে যুক্ত করে  15V করে কোনো 25W AC 220V এনার্জি বাতির সার্কিটের মধ্যে এডাবটরের পর (অর্থাৎ AC 220V  সংযোগ দিলে যেখানে এডাবটরের পর 15V আসে,সেখানে ) কোন নির্দিষ্ট স্থানে সংযোগ দিয়ে কি বাতিটি জালানো যাবে??? যদি কেউ সঠিক তথ্য জানেন,তাহলে দয়া করে এখানে & ফেসবুকে জানাবেন। ফেসবুক লিংক :  https://www.facebook.com/mdalihosen.hosen.31
Share with your friends
Call

এভাবে বাতি জ্বলবেনা। কারণ উক্ত বাতিটি ২৫ ওয়াটের এবং এতে ইনপুট ভোল্টেজ কমপক্ষে ১০০ ভোল্ট বা তার বেশি সাপ্লাই দিতে হবে। ব্যাটারি বা এডাপ্টার দিয়ে আপনি এলইডি বাতি জ্বালাতে পারবেন। অথবা ব্যাটারির সাথে ইনভার্টার লাগিয়ে সেটাকে ডিসি থেকে এসি করে তারপর বাতি জ্বলবে। এক্ষেত্রে আলো কিছুটা কম হবে এবং এটি ব্যায়বহুল।

Talk Doctor Online in Bissoy App
Call

এডাপ্টর দিয়ে জ্বালাতে পারবেন না।তবে আপনি ১৫-২২০V ইনভারটার ব্যবহার করে অই বাতিটি জ্বালাতে পারবেন। তবে বাতি একেবারে মিত মিত করে জল্বে। কারন মোবাইল ব্যটারির mAh কম। ফলে ১০ সেকেন্ড চালানোর পর বাতি এম্নেই নিভে যাবে।

Talk Doctor Online in Bissoy App