Call

বিস্ময়ে বাম্প এবং পিন শব্দ দুইটি প্রশ্নের নিচে যে অপশন হিসাবে লিখা থাকে তা হলোঃ বিস্ময়ে অনেক প্রশ্ন রয়েছে যেগুলি অনেক আগে করা হয়েছে কিন্তু এখনো কেউ উত্তর প্রদান করেনি সেই প্রশ্নে বাম্প করলে পুনরায় জিজ্ঞাসিত হবে এবং মুল পাতায় চলে আসায় আবার সেই প্রশ্ন সবাই দেখতে পারবে। যেমনঃ কোন কিছুকে ঠুকিয়া বা ধাক্কা দেওয়া হলে লাফাইয়া লাফাইয়া চলে যায় সামনে চলে যায় ঠিক তেমন Bump! করলে পূর্বের কোন প্রশ্নকে পুনরায় হোমপেজে প্রদর্শিত হয়। এবং সবার নজরে আসায় সে প্রশ্নের উত্তর পুনরায় কেউ দিতে আগ্রহী হয়। প্রশ্ন করার ২০ ঘন্টা পর বাম্প করা যায়। আবার পিন যুক্ত করা হয় কিছু প্রশ্ন যাতে সেই প্রশ্নটি সবার নজরে থাকে। যেমনঃ মাঝে মধ্যে নোটিস বোর্ডে দেওয়া হয়।

Talk Doctor Online in Bissoy App
(Bump) বাম্প অপশনের কাজ হলো, পূর্বের কোন প্রশ্নকে পুনরায় হোমপেজে প্রদর্শিত করানো। যাতে সে প্রশ্নের উত্তর পুনরায় কেউ দিতে পারে।
(Pin) পিন অপশনের কাজ হলো, কোন প্রশ্নকে সবার উপরে প্রদর্শন করানো। এ ধরনের প্রশ্নে অনেকের উত্তর কাম্য থাকে, যতক্ষণ সমন্বয়ক মহোদয় উত্তরকে যথেষ্ট মনে না করেন।
Talk Doctor Online in Bissoy App