আমার এখন পর্যন্ত সার্টিফিকেট হয়েছে 4টা। এবং ভোটার আইডিও হয়েছে। সকল সারর্টিফিকেট+ভোটার আইডিতে বাবার ইংরেজি নাম = (Md. Shirajul Islam)  এবং বাবার ভোটার আইডিতে বাবার ইংরেজি নাম= (Md. Serajul Islam)  ভিন্নতা শুধু ইংরেজি নামের  'Shi' এবং 'Se' এইটুক জায়গায় । বাংলা নাম ঠিকই আছে সব জায়গায়।  এখন এইটুকুর জন্য কি আমি এখন সবকিছু পরিবর্তন করব?  আর যদি পরিবর্তন না করি তাহলে সরকারি চাকরিতে, পাসপোর্ট তৈরিতে,জমিজমার লেনদেন এ কোন সমস্যা হতে পারে কি?  অনুগ্রহ করে জানাবেন । খুবই উপকৃত হব । ধন্যবাদ    
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পিতা বা মাতার নামে ইংরেজি বানান ভূল থাকলে সমস্যা নেই। তবে বাংলা বানান ঠিক থাকতে হবে। জমিজমার কাজে ও ইংরেজি বানান ভূল সমস্যা করবে না। আপনার ইংরেজি বানান ভূল বড় কোন সমস্যা করবে না। পাসপোর্ট করার সময় পুলিশ বাংলা নাম ঠিকানার সাথে মিলাবে। অতএব সমস্যা নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ