আমি ssc বিঙ্গান বিভাগ থেকে পরিক্ষা দিয়ে 3.72 GPA পাইছি?এখন hsc তে মানবিক থেকে কতো পয়েন্ট তুললে ভার্সিটিতে পরিক্ষা দিতে পারবো ??? hsc তে(ভূগোল,পোরনিতি,ইসলামের ইতিহাস,মনোবিঙ্গান ) এগুলা বিষয় নিয়েছি এখন ভার্সটিতে আমি কি কি বিষয় পেতে পারি ???
Share with your friends

কলা ও সমাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার নূন্যতম যোগ্যতা চতুর্থ বিষয় সহ এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষা মিলিয়ে 6 পয়েন্ট থাকতে হবে । যদি নূন্যতম 6 পয়েন্ট থাকে তবেই কেবল ভর্তি পরীক্ষা রফরম উঠাতে পারবেন এবং ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন । যদি ভর্তি পরীক্ষায় ভালো করে ভর্তি হওয়ার চান্স পান সেক্ষেত্রে আপনার পয়েন্টের উপর ও প্রাপ্ত স্কোরের উপর ভিত্তি আপনি কলেজ ও বিষয় নির্বাচনের সুযোগ পাবেন ।  এক্ষেত্রে আপনি আপনার বাংলা, ইংরেজি এবং এইচএসসিতে নেয়া বিষয় গুলো সহ আরো অনেক বিষয় নির্বাচন করতে পারবেন । পরে আপনি আপনার পয়েন্ট ও স্কোর অনুযায়ী সাবজেক্ট প্রাপ্ত হবেন ।।

Talk Doctor Online in Bissoy App
Call

7 পয়েন্ট হলে অংশ নিতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App